মঙ্গলাচরণ [ Mangalacharan ] প্রথম অধ্যায়, বৃহৎ নারদীয় পুরাণ

মঙ্গলাচরণ [ Mangalacharan ], প্রথম অধ্যায়, বৃহৎ নারদীয় পুরাণ

হে কৃষ্ণ জগতাং নাথ ভক্তানাং ভয়ভঞ্জন।

প্রসন্নো তব মামীশ দেহি দাস্যং পদাম্বুজে৷৷

তৃৎপিত্রা মে ধনং দত্তং তেন বিং সে প্রয়োজনম্।

দেহি মে নিশ্চলাং ভক্তিং ভক্তানাম ভয় প্ৰদাম্ ॥

Hinduism মঙ্গলাচরণ [ Mangalacharan ] প্রথম অধ্যায়, বৃহৎ নারদীয় পুরাণ

 

মঙ্গলাচরণ [ Mangalacharan ]।

অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া।

চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ॥

 

মঙ্গলাচরণ [ Mangalacharan ]হা কৃষ্ণ করুণাসিন্ধো দীনবন্ধু জগৎপতে।

গোপেশ গোপীকাকান্ত রাধাকান্ত নমোহস্তুতে ॥

 

তপ্তকাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরি।

বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে॥

 

বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ।

পতিতানাং পাবণেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ ॥

 

বৃন্দায়ৈ তুলসী দেব্যৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ।

কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ॥

 

আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ –

দিব্যচ্ছবি সুন্দরায় |

তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায়

নমো নমস্তে ৷৷

 

জগন্নাথ সুতায় নমস্ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ।

সভৃত্যায় সপুত্রায় সকল ত্ৰায়তে নমঃ ॥

শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ।

শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ ৷৷

শ্রীশ্রীনারদ বন্দনা।

প্রণমামি বিধিসৃত নারদ সুমতি।

বৈষ্ণবের চূড়ামণি ত্রিজগতে খ্যাতি ।।

সুন্দর মোহনরূপ দীর্ঘ কলেবর।

কণ্ঠে তুলসীর মালা বনমালা ধর॥

মোহন তিলক ভালে ভ্রুযুগ মোহন।

বিনয় বনত সদা সৰ্ব্বত্র গমন ৷৷

হরিনাম বিনা মুখে আন নাহি আর।

সিক্ত মন প্রাণ সদা হরিনাম সার॥

মহাজ্ঞানী মহাজন পরম গুরু যাঁর।

সেই ব্যাস শুক সহ ₹ করি নমস্কার॥

গুরুপরম্পরা মধ্যে আপনি তৃতীয়।

সদা প্রকাশন কৃষ্ণ নাম অমীয় ৷৷

অতি শুদ্ধ সত্ত্ব যাঁর আচার বিচার।

শাম মম গুরুদেব পদে শত নমস্কার॥

‘নমো নারায়ণায়’ মন্ত্র ভক্তে কৈলে দান।

ভক্ত মধ্যে বৃদ্ধি যাতে অশেষ সম্মান ॥

নিত্যলীলা প্রবিষ্ট সে হরি ভক্তজন।

গ্রু সুখে দুঃখে সবাকার হৃদয় রঞ্জন ॥

শান্তভাবে কর পূজা শান্ত প্রেমগতি।

তব শ্রীচরণ মাগে কবি ধনপতি॥

নৈমিষারণ্যে শৌনকের প্রতি ঋষিগণের ও শৌনক কতৃক উত্তর প্রদান।

পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভারত মহান।

ধর্ম্মক্ষেত্র যার আছয়ে বাখান॥

ধৰ্ম্মক্ষেত্রে পুণ্যক্ষেত্র নৈমিষ কানন।

তথায় করে মুনি ঋষিগণ৷৷

আছিল তাপসবর্গ শৌনকাদি যত।

মোক্ষ হেতু সেই স্থলে তপে রত॥

সবে জিতেন্দ্রিয় ব্রহ্মবেত্তা ঋষিগণ।

ক্ষুধা তৃষ্ণা তাহাদের না ছিল ৷৷

মা কাম ক্রোধ লোভ রিপুগণ যত।

কখনো তাঁহাদিগে পরশ* করিত ।।

তাঁহাদের ব্রহ্মতেজে হয়ে পরাভূত।

দুরন্ত রিপুগণ দূরে অবস্থিত।।

সদাই আছিল তাঁরা সত্যপরায়ণ।

শম-আদি গুণ পরম রতন ।।

সকলেই ধৰ্ম্মবেত্তা উদার হৃদয়।

সবাকার শিরে জটা শোভার আলয় ।।

মৃগচর্ম্মে উত্তরীয় করিত ধারণ৷

সৰ্ব্ব অঙ্গে ভস্ম মাখা কিবা সুশোভন৷

জীবে দয়া সদা শুদ্ধ ব্যবহার।

শান্ত ভাব বিরাজিত* হৃদয় মাঝার।।

 

টিকা:

• পরশ— স্পর্শ।
* পরাভূত— পরাজয়

মঙ্গলাচরণ [ Mangalacharan ] ইউটিউব

 

আরও পড়ুন :

হিন্দু ধর্মের সংক্ষিপ্ত পরিচয় [ Short Introduction of Hinduism ]

Leave a Comment