Site icon Sanatan Gurukul [ সনাতন গুরুকুল ] GOLN

আমরা

আমরা

আপনি আমাদের সম্পর্কে জানতে চান, এজন্য আমরা আন্তরিকভাবে আনন্দিত। সনাতন গুরুকুল, GOLN-এ আপনার আগমনকে আমরা ধন্যবাদ জানাই। এই ওয়েব উদ্যোগটি গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্ক (GOLN)-এর অন্তর্গত একটি বিশেষ প্রকল্প। মূলত সনাতন শিক্ষা প্রচার ও প্রসারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হলেও বর্তমানে সনাতন গুরুকুল নিয়মিত পাঠদানের পাশাপাশি গবেষণামূলক লেখা প্রকাশ করে আসছে। এটি সনাতন গুরুকুলের অফিসিয়াল ওয়েবসাইট। অনুরূপ নামের অন্য কোনও সাইট থাকলেও অফিসিয়াল তথ্য কেবল এখান থেকেই প্রকাশিত হয়।

 

আমাদের উদ্দেশ্য

GOLN-এর মূল দর্শন হলো বিষয়ভিত্তিক, সুনির্দিষ্ট শিক্ষা ও জ্ঞানচর্চা। এজন্য আমরা ভিন্ন ভিন্ন খাত ও শিল্পের জন্য পৃথক “গুরুকুল” প্রতিষ্ঠা করেছি, যাতে প্রতিটি বিষয়ের আগ্রহী শিক্ষার্থী ও অনুরাগীরা অপ্রয়োজনীয় তথ্যের ভিড়ে বিভ্রান্ত না হয়ে নির্দিষ্ট জ্ঞানচর্চায় যুক্ত থাকতে পারেন।

আমরা বিশ্বাস করি, শিক্ষা কখনো একমুখী হতে পারে না। শুধু শিক্ষক শিখাবেন আর ছাত্ররা গ্রহণ করবে—এই ধারণার বাইরে আমরা একটি সমন্বিত শিক্ষা মডেল অনুসরণ করি। এখানে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ে শিখবেন, আলোচনা করবেন, অভিজ্ঞতা বিনিময় করবেন। সেই সমন্বিত জ্ঞানচর্চাই প্রকৃত শিক্ষা।

 

আমাদের বিশ্বাস

 

আমাদের মিশন

GOLN-এর মিশন হলো—
একটি শিক্ষিত, দক্ষ, কর্মঠ, রুচিশীল মানবিক প্রজন্ম গড়ে তোলা।
আমরা বিশ্বাস করি, ৪র্থ শিল্পবিপ্লবের যুগে মানবিক মূল্যবোধকে অক্ষুণ্ণ রাখার জন্য শিক্ষার শক্তিই সবচেয়ে কার্যকর হাতিয়ার।

 

আমাদের মূল্যবোধ

আমরা যারা এই গুরুকুল মিশনে কাজ করছি, তারা সবাই সাধারণ মানুষ। তাই ভুল-ত্রুটি আমাদেরও হয়। তবে আমরা বিশ্বাস করি, ভুল দেখিয়ে দেওয়া মানেই উন্নতির সুযোগ। এজন্য আমরা গঠনমূলক সমালোচনাকে আমাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ মনে করি। আপনার যেকোনো মতামত, অভিযোগ বা প্রস্তাবকে আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে গ্রহণ করি।

 

কপিরাইট ব্যবহারনীতি

আমাদের অনেক কনটেন্টে বিভিন্ন খ্যাতিমান লেখক, গ্রন্থ বা প্রকাশনার উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে কেবলমাত্র শিক্ষামূলক প্রয়োজনে। তবে যদি কেউ চান তার লেখা বা প্রকাশনার অংশ আমাদের প্ল্যাটফর্মে ব্যবহার না করা হয়, অনুগ্রহ করে আমাদের জানাবেন। আমরা তা অবিলম্বে সরিয়ে ফেলব।

 

যোগাযোগ

আপনার মতামত, পরামর্শ বা প্রশ্ন জানাতে চাইলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ সেকশনে দেওয়া মাধ্যমগুলো ব্যবহার করুন।

বিনীত নিবেদক,
সম্পাদক ও বিভাগীয় প্রধান
সনাতন গুরুকুল, GOLN
গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্ক

Exit mobile version