নরক ধর্মদর্শন

আজকে আমাদের আলোচনার বিষয় নরক ধর্মদর্শন

নরক ধর্মদর্শন

 

নরক ধর্মদর্শন

 

নরক ধর্মদর্শন

নরক পাপীদের দুঃখ ভোগের স্থান। মানুষ যেমন পুণ্যকর্ম করতে পারে, তেমনি পাপকর্মও করতে পারে। পাপকর্মের জন্য তাকে শাস্তি পেতে হয়। এ শাস্তিভোগের স্থানটিকে বলে নরক। ব্রহ্মবৈবর্ত পুরাণে ৮৬ টি নরককুণ্ডের বর্ণনা রয়েছে।

নিম্নে কয়েকটি অপরাধ ও তার জন্য কি রকম নরক-যন্ত্রণা ভোগ করতে হয় তা বর্ণনা করা হল : যারা পরধন, পরস্ত্রী ও পর পুত্র অপহরণ করে যম পুরুষেরা তাদেরকে কঠিন পাশে আবদ্ধ করে তামিস্র নরকে ফেলে দেয়। এ নরক নিবিড় অন্ধকারাচ্ছন্ন। পাপী এখানে পতিত হয়ে খাদ্য ও পানীয়ের অভাবে কষ্ট পায়। যম-কিঙ্করদের হাতে নিপীড়িত হয়ে নরক-যন্ত্রণা ভোগ করে।

যারা জীবিত অবস্থায় যে প্রকারে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ করেছিল, নরকে পাপীদের যেই সেই প্রকারে শাস্তি দেওয়া হয়। তবে পাপের তারতম্য অনুসারে নরক-যন্ত্রণা ভোগেরও তারতম্য হয়ে থাকে। পাপ ভোগ শেষ হলে পাপী নরক যন্ত্রণা হতে নিষ্কৃতি লাভ করে। তার কর্মফল অনুযায়ী জীবের পুনর্জন্ম হয়ে থাকে।

 

গুগল নিউজে আমাদের ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

ভাগবতে বলা হয়েছে— নরক কোথায় অবস্থিত, কোন রকম পাপের কি রকম শাস্তি ইত্যাদি বিষয়ে রাজা পরীক্ষিত শুকদেবকে জিজ্ঞাসা করেছিলেন। উত্তরে ভাগবত-ঋষি বক্তা শুকদেব গোস্বামী বলেছেন- যমরাজ যেখানে কিঙ্করদের সাহায্যে মৃত ব্যক্তিদের এনে দোষ-গুণ বিচার করেন, সেই স্থানটি নরক নামে পরিচিত। সেখানে তামিস্র, অন্ধতামিস্র, রৌরব, মহারৌরব, কুম্ভীপাক, অসিপত্রবন ইত্যাদি নরক রয়েছে।”

মৃত্যুর মধ্যে দিয়ে জীবের দেহ নষ্ট হয়। তখন কর্মফল ভোগের জন্য তার সূক্ষ্ম দেহের উদ্ভব হয়। ঐ সূক্ষ্ম দেহ নিয়েই জীব নরক-যন্ত্রণা ভোগ করে থাকে।

সারাংশ

 

নরক ধর্মদর্শন

 

পাপ কর্মের জন্য মৃত্যুর পর পাপীকে যে স্থানে গিয়ে যন্ত্রণা ভোগ করতে হয় তাকে বলে নরক। আগেই বলেছি, কর্মফল ভোগের জন্য জীবের সূক্ষ্ম দেহের উদ্ভব হয়। এই সূক্ষ্মদেহ নিয়েই পাপী স্বর্গ বা নরক যন্ত্রণা ভোগ করে থাকে।

আরও দেখুন :

Leave a Comment