সরস্বতী পূজা

আজকে আমাদের আলোচনার বিষয় সরস্বতী পূজা

সরস্বতী পূজা

 

সরস্বতী পূজা

 

সরস্বতী পূজা

ঈশ্বরের বিদ্যাদানের ক্ষমতা যে দেবীর রূপে প্রকাশ পেয়েছে, তাঁর নাম সরস্বতী দেবী। সাধারণত মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বাগদেবী সরস্বতীর পূজা করা হয়। এই পঞ্চমী তিথিটিকে শ্রীপঞ্চমী বলা হয়। সরস্বতীপূজা করার সময় প্রথমে পূজার সাধারণ নিয়ম অনুসারে আচমন, স্বস্তিবাচন ইত্যাদি করতে হয়। অতঃপর মূল পূজা অর্থাৎ উদ্দিষ্ট দেবী সরস্বতীর পূজা করতে হয়।

প্রতিমায় সরস্বতীর পূজা করলে ঘটস্থাপন করে প্রতিমার চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠা করে নিতে হয়। তারপর অঙ্গন্যাস ইত্যাদি করে সরস্বতী দেবীর ধ্যান করতে হবে। ধ্যানের পর লক্ষ্মী, নারায়ণ প্রভৃতির পূজা করার পর দেবী সরস্বতীকে পুষ্পাঞ্জলি দিতে হবে।

সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্ৰ

ওঁ সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ ।

বেদবেদাঙ্গবেদান্তবিদ্যাস্থানেভ্য এব চ স্বাহা।

ওঁ এষ সচন্দনপুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ ঐং সরস্বত্যৈ নমঃ ।

সরলার্থ :

সরস্বতী, ভদ্রকালী এবং বেদ, বেদাঙ্গ, বেদান্ত এবং বিদ্যাস্থানকে সর্বদা প্রণাম করি। এই সচন্দন, পুষ্প ও বিল্বপত্রের অঞ্জলি দিয়ে সরস্বতীকে প্রণাম করি। সরস্বতী দেবীর বীজমন্ত্র হচ্ছে ‘ঐং’। পুষ্পাঞ্জলির পর দক্ষিণা দিতে হয়। সরস্বতী পূজার সময় হোম বা যজ্ঞও করা হয়। প্রতিমায় পূজা করা হলে বিসর্জন মন্ত্রে বিসর্জন দিতে হয়। অতঃপর সরস্বতী দেবীকে প্রণাম করতে হয়।

 

গুগল নিউজে আমাদের ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

সরস্বতী দেবীর প্রণামমন্ত্র

ওঁ সরস্বতি মহাভাগে বিদ্যে কমললোচনে ৷ বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোস্তুতে॥

সরলার্থ :

হে মহাভাগ-সরস্বতী, হে বিদ্যাদেবী, পদ্মফুলের মত চক্ষুবিশিষ্টা হে বিশ্বরূপা, বিশাল চোখের অধিকারিণী, আমাকে বিদ্যা দাও। তোমাকে আবার প্রণাম।

সারাংশ

ঈশ্বরের বিদ্যাদানের ক্ষমতা যে দেবীর রূপে প্রকাশ পেয়েছে, তাঁর নাম সরস্বতীদেবী। সরস্বতী দেবীর পূজা করার সময় প্রথমে পূজার সাধারণ নিয়ম অনুসারে আচমন, স্বস্তিবাচন প্রভৃতি নিত্যক্রিয়া করে নিতে হবে। তারপর মূল দেবতা অর্থাৎ সরস্বতী দেবীর পূজা করতে হয় । সংকল্প, ধ্যান, পঞ্চ, দশ বা ষোড়শ উপচারে পূজা করে পুষ্পাঞ্জলি প্রদান করতে হবে।

 

সরস্বতী পূজা

 

অতঃপর দক্ষিণা দিতে হয়। সরস্বতী পূজার সময় হোম বা যজ্ঞও করা হয়। প্রতিমায় পূজা করলে বিসর্জন মন্ত্রে | বিসর্জন দিতে হবে। সবশেষে প্রণামমন্ত্র উচ্চারণ করে সরস্বতী দেবীকে প্রণাম করে পূজা শেষ করতে হয়।

আরও দেখুন :

Leave a Comment