কালিকা পুরাণ – পুরাণ সমগ্র

কালিকা পুরাণ (সংস্কৃত: कालिका पुराण, Kālikā Purāṇa) (খ্রিস্টীয় দশম শতাব্দী) একটি হিন্দু ধর্মগ্রন্থ। অষ্টাদশ উপপুরাণের অন্যতম। প্রাপ্ত পাঠটিতে ৯৮টি অধ্যায় ও ৯০০০ শ্লোক রয়েছে। এটি কালী ও তাঁর কয়েকটি বিশেষ রূপের (যথা, গিরিজা, ভদ্রকালী ও মহামায়া) উদ্দেশ্যে রচিত একমাত্র গ্রন্থ।

কালিকা পুরাণ - পুরাণ সমগ্র

Table of Contents

কালিকা পুরাণ – পুরাণ সমগ্র

০১. কামদেবের জন্ম
০২. কাম-বিক্রম
০৩. রতিপরিণয়
০৪. মহাদেবকে কামবশ করিতে ব্রহ্মার উদ্যোগ
০৫. ব্রহ্মা কর্তৃক মহামায়ার স্তব
০৬. দেবীর আশ্বাস প্রদান
০৭. ব্রহ্মা ও কামের কথোপকথন
০৮. দক্ষের প্রতি দেবীর বরদান
০৯. দাক্ষায়ণীর ব্রত
১০. দাক্ষায়ণীকে শিবের বর প্রদান
১১. শিব-বিবাহ

Leave a Comment